বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবারও সমাবেশ ও বিক্ষোভের ডাক ৩৫ প্রত্যাশীদের

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৭:৪৫

আসন্ন ৪১ তম বিসিএসে আবেদনের সুযোগ চেয়ে এবং সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর অতি দ্রুত বাস্তবায়নের জন্য আবারও সমাবেশ ও বিক্ষোভের মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। আগামীকাল শুক্রবার (০৮ নভেম্বর) বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত রাজু ভাস্কর্য এর পাদদেশে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। 

সংগঠনটির সমন্বয়ক বিজিত সিকদার, মহাদেব সরকার, অরুনিমা, ইউসুফ জামিল ও ইমরান চৌধুরীসহ অন্যান্য সমন্বয়করা বলেন, ‘আগামীকালের কর্মসূচি আমাদের পূর্বঘোষিত।’ 

তারা বলেন, ‘আমরা দেশের প্রায় ৩০ লক্ষাধিক বেকার যুবক সরকারের কাছে এই দাবি পেশ করে আসছি। সরকারের নির্বাচনী ইশতেহারেও চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির অঙ্গীকার ছিল। আমরা আমাদের শিক্ষাজীবনের অনার্স ও মাস্টার্স মিলিয়ে গড়ে প্রায় ৩-৪ বছর সেশনজটের শিকার। প্রত্যেকেরই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করতে প্রায় ২৭-২৮ বছর লেগেছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেশনজট বিদ্যামান। সরকারের কাছে চাকরি চাইনা, আমরা আবেদনের সুযোগ চাই। সেশনজটে হারিয়ে যাওয়া বছরগুলো ফেরত চাই।’

আরও পড়ুন: কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে উল্লেখ করে তারা আরও বলেন, ‘আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, আমাদের যুবনীতি ৪৫। এসব সত্ত্বেও কেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা হচ্ছে না। আমরা দীর্ঘ ৭ বছর যাবৎ আমাদের এই অহিংস দাবি সরকারের কাছে পেশ করে আসলেও সরকার কেন এখনও আমাদের এই দাবিটি মানছে না তা আমাদের বোধগম্য নয়। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও এ পর্যন্ত ৪ বার ৩৫ এর সুপারিশ করছে।’

তারা আরও বলেন, ‘বিশ্বের ১৯৫ টি দেশের ১৬২ দেশে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর হলেও আমরা সর্বক্ষেত্রে অন্যান্য দেশের তুলনা করলেও কেন চাকরিতে আবেদনের বয়স সরকার বৃদ্ধি করছে না। এটা খুবই হতাশার বিষয়। তাই আগামী ৪১তম বিসিএস এ আবেদনে সুযোগ চেয়ে আমাদের দীর্ঘ দিনের দাবি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়নের জন্য রাজু ভাস্কর্য এর পাদদেশে বিক্ষোভ সমাবেশ পালন করব।

সমাবেশটি হবে ৩৫ প্রত্যাশীদের সম্মিলিত সমাবেশ। সংগঠনটির সকল জুনিয়র সিনিয়র নেতারাসহ সকল ৩৫ প্রত্যাশীরা উপস্থিত থাকবেন বলে জানান তারা। 

ইত্তেফাক/এএএম